kalerkantho

শনিবার । ৫ আষাঢ় ১৪২৮। ১৯ জুন ২০২১। ৭ জিলকদ ১৪৪২

রূপগঞ্জে চলছে বজলু বাহিনীর তাণ্ডব

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি   

১৮ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেনৌকার ঘাট নিয়ে রূপগঞ্জের চনপাড়ায় বজলু বাহিনীর সঙ্গে এলাকাবাসীর দফায় দফায় সংঘর্ষ চলছে। চার দিন ধরে বজলু বাহিনী হামলা-ভাঙচুর চালাচ্ছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন চনপাড়ার বাসিন্দারা। গত বুধবার থেকে শুরু করে গতকাল শনিবার পর্যন্তও চলেছে দফায় দফায় সংঘর্ষ।  জানা যায়, কয়েক মাস আগে শীতলক্ষ্যা নদীর চনপাড়া-নোয়াপাড়া ঘাটের ২০০ নৌকা চলাচল বন্ধ করে দেন বজলু। নৌকার পরিবর্তে সেখানে ট্রলার চলাচল শুরু করান তিনি। নৌকা চলাচলের দাবি জানিয়ে নৌকার মাঝিরা পাট ও বস্ত্র মন্ত্রীসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে আবেদন জানান। গত বুধবার মাঝিদের পক্ষে স্থানীয় আওয়ামী লীগ নেতা জয়নাল, শাহীন, রাজাসহ এলাকাবাসীকে নিয়ে মিছিল বের করা হয়। খবর পেয়ে তাঁদের ওপর হামলা চালায় বজলু বাহিনী। এর পর থেকে গত বৃহস্পতি, শুক্র ও গতকাল শনিবার দফায় দফায় হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। এলাকাবাসী মনে করছে, চনপাড়ায় অভিযান না চালালে বড় ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা আছে। অনুসন্ধানে জানা গেছে, ১৫ বছর ধরে চনপাড়া বস্তি নিয়ন্ত্রণ করছেন বজলু। নিয়ন্ত্রণ করতে গিয়ে হত্যা থেকে শুরু করে সব ধরনের অপরাধ কর্মকাণ্ড করে বেড়াচ্ছেন বজলু। রূপগঞ্জ থানার ওসি জসিমউদ্দিন বলেন, ছোট্ট এই এলাকায় ৭০ হাজার লোকের বসবাস। তাই একদিকে অভিযান শুরু করলে অন্য প্রান্তে খবর পৌঁছে যায়। তবে বর্তমান সংঘাতের ব্যাপারে পুলিশ সোচ্চার আছে।সাতদিনের সেরা