kalerkantho

শুক্রবার । ৪ আষাঢ় ১৪২৮। ১৮ জুন ২০২১। ৬ জিলকদ ১৪৪২

করোনায় আক্রান্ত আমান হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক   

১৮ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকরোনায় আক্রান্ত আমান হাসপাতালে

করোনায় আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান। বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন গতকাল শনিবার কালের কণ্ঠকে এ কথা জানিয়েছেন। অধ্যাপক জাহিদ বলেন, ‘শুক্রবার রাতে ওনার (আমান) নমুনার ফলাফল পজিটিভ আসে। তাঁকে স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এখন পর্যন্ত তাঁর কোনো উপসর্গ পরিলক্ষিত হচ্ছে না। উনি ভালো আছেন।’ দেশবাসীসহ দলের নেতা-কর্মী-সমর্থকদের কাছে তিনি দোয়া চেয়েছেন বলে জানান অধ্যাপক জাহিদ।

১৯৯০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ-ডাকসুর ভিপি আমানউল্লাহ ঢাকা-৩ আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৯১ ও ২০০১ সালের খালেদা জিয়ার নেতৃত্বে মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী ছিলেন।সাতদিনের সেরা