kalerkantho

সোমবার । ৩১ জ্যৈষ্ঠ ১৪২৮। ১৪ জুন ২০২১। ২ জিলকদ ১৪৪২

ক্রেতার চাপ কমে আসছে বাজারে

নিজস্ব প্রতিবেদক   

১৮ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেক্রেতার চাপ কমে আসছে বাজারে

কেনাকাটার চাপ কমে আসছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে। দোকানগুলোতে আগের মতো ক্রেতার ভিড় নেই। তাতে অবশ্য পণ্যের দাম খুব একটা কমেনি। বিক্রেতারা বলছেন, কিছু পণ্যের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় অনেকে খুব প্রয়োজন ছাড়া সেসব পণ্য কিনছে না। তা ছাড়া অনেকেই রোজার শুরুতে এক সপ্তাহের বাজার করে রেখেছে। সব মিলে বাজারে আগের তুলনায় ক্রেতা কিছুটা কম।

গতকাল রাজধানীর মালিবাগ, শান্তিনগর, তেজগাঁও, রামপুরা, মুগদা, মানিকনগরসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, রোজার কয়েক দিন আগে থেকে গত শুক্রবার পর্যন্ত বাজারগুলোতে যে হারে ক্রেতা ছিল এখন তা নেই। সকালের দিকে কিছুটা ভিড় থাকলেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে ক্রেতা কমতে থাকে। গলির ভেতর বাজারগুলোতে তুলনামূলক ক্রেতা বেশি। অনেকে জানায়, মূল সড়কে পুলিশি টহল থাকে বলে লকডাউনে গলির ভেতরের বাজার থেকেই প্রয়োজনীয় পণ্য কেনা হয়।

মালিবাগ কাঁচাবাজারে সবজি বিক্রেতা আনোয়ার বলেন, আগের দিনের তুলনায় ক্রেতা কম। সবজির দামও কিছুটা কমেছে। বেগুন ও শসার দাম কমে ৬০ থেকে ৮০ টাকায় নেমেছে।’

মুগদা বাজারে গিয়ে দেখা যায়, এখানে ছয়টি মাংসের দোকানের দুটিতে একজন করে ক্রেতা রয়েছে। অন্যগুলো ফাঁকা। মাংস বিক্রেতা সালাম এন্টারপ্রাইজের আব্দুস সালাম বলেন, আজ বেচাবিক্রি অনেক কম। অনেকেই একসঙ্গে কয়েক দিনের বাজার করে নিয়েছে। আবার সপ্তাহখানেক পর কিছুটা ভিড় হবে।’