kalerkantho

মঙ্গলবার । ৩ কার্তিক ১৪২৮। ১৯ অক্টোবর ২০২১। ১১ রবিউল আউয়াল ১৪৪৩

‘নিষ্ঠাবান দেশপ্রেমিক মোজাফফর আহমদ’

নিজস্ব প্রতিবেদক   

১৭ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঅধ্যাপক মোজাফফর আহমদের নাম জাতি কৃতজ্ঞচিত্তে সারা জীবন স্মরণ করবে। মানুষের মুক্তির দিশারী এই নেতা সারা জীবন নিষ্ঠার সঙ্গে দেশ ও মানুষের সেবা করে গেছেন। কিন্তু জাতির জন্য তাঁর অবদান আজও ইতিহাসে লিপিবদ্ধ হয়নি।

প্রয়াত ন্যাপ সভাপতি মোজাফফর আহমদের শততম জন্মদিনের আলোচনায় বক্তারা এমন মন্তব্য করেছেন। গত বুধবার ন্যাপের আয়োজনে ভার্চুয়ালি এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে ন্যাপের সভাপতিমণ্ডলীর সদস্য ও মোজাফফর আহমদের মেয়ে আইভি আহমদ বলেন, ‘মোজাফফর আহমদ শুধু রণাঙ্গনে নয়, আন্তর্জাতিক পরিসরেও মুক্তিযুদ্ধকে সংগঠিত করতে প্রাণপণ চেষ্টা করেছেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য তাঁর অবদান আজও ইতিহাসে লিপিবদ্ধ হয়নি।’

আলোচনাসভায় বক্তব্য দেন ন্যাপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান প্রমুখ।সাতদিনের সেরা