kalerkantho

মঙ্গলবার । ১২ শ্রাবণ ১৪২৮। ২৭ জুলাই ২০২১। ১৬ জিলহজ ১৪৪২

কালিহাতীতে দুটি ট্রাকের সংঘর্ষে নিহত ৪

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি   

১৭ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেটাঙ্গাইলের কালিহাতীতে দুটি ট্রাকের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন একজন। গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ভাবলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মো. সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত চারজনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন সিরাজগঞ্জের শাহজাদপুরের রেজাউল ও শাহ আলম এবং নাটোরের শাকিল। আহত ব্যক্তিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।