kalerkantho

মঙ্গলবার । ৩ কার্তিক ১৪২৮। ১৯ অক্টোবর ২০২১। ১১ রবিউল আউয়াল ১৪৪৩

দেশে সড়কে নিহত ৩

কালের কণ্ঠ ডেস্ক   

১৭ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদেশে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন তিনজন। গত বৃহস্পতিবার ময়মনসিংহ ও নরসিংদীতে এ ঘটনা ঘটে। বিস্তারিত কালের কণ্ঠ’র প্রতিনিধিদের পাঠানো খবরে—

ময়মনসিংহ: গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ভূইয়া ফিলিং স্টেশনের সামনে একটি লরি পেছন থেকে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে দুই মোটরসাইকেল আরোহী আহত হন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে রাত ১২টার দিকে তাঁরা মারা যান। নিহতরা হলেন উপজেলার বড়হিত ইউনিয়নের পোড়াহাতা গ্রামের শাকিল মিয়া (২৪) ও জাটিয়া ইউনিয়নের আবুল কাশেমের ছেলে জাকিরুল ইসলাম (১৩)।

নরসিংদী: গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে নরসিংদী সদর উপজেলার চরাঞ্চলের নজরপুরে শেখ হাসিনা সেতু এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ হয়। জানা যায়, এক পথচারী নারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আরিফুল ইসলাম (২৩) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হন।সাতদিনের সেরা