kalerkantho

শনিবার । ৯ শ্রাবণ ১৪২৮। ২৪ জুলাই ২০২১। ১৩ জিলহজ ১৪৪২

সংক্ষিপ্ত

সাবেক বিসিবি পরিচালকের মৃত্যু

রংপুর অফিস   

১৭ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসাবেক বিসিবি পরিচালকের মৃত্যু

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক ও রংপুর জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গফুর (৭৬) করোনাক্রান্ত হয়ে গতকাল শুক্রবার মারা গেছেন। চলতি মাসের ২ তারিখে অসুস্থতা নিয়ে রংপুুুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন আব্দুল গফুর। সেখানে নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে তাঁর। পরে তাঁকে ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে নেওয়া হয়। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন করোনা আইসোলেশন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এস এম নূরুন নবী। তিনি জানান, তার শ্বাসকষ্টসহ উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস ছিল। রংপুর জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জেলায় এ পর্যন্ত ৭৫ জন মারা গেছেন।