kalerkantho

বৃহস্পতিবার । ৩ আষাঢ় ১৪২৮। ১৭ জুন ২০২১। ৫ জিলকদ ১৪৪২

কবরী লাইফ সাপোর্টে

নিজস্ব প্রতিবেদক   

১৬ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকবরী লাইফ সাপোর্টে

করোনাভাইরাসে আক্রান্ত দেশবরেণ্য অভিনেত্রী, চিত্র নির্মাতা ও সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরীর শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন কবরীকে গতকাল বৃহস্পতিবার বিকেলে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। কবরীর ছেলে শাকের চিশতী এক ভিডিও বার্তায় বলেছেন, ‘মায়ের অবস্থা খুব ভালো নয়। তাঁর অক্সিজেন ওঠানামা করছে। এটা ভালো লক্ষণ নয়, তিনি প্রাণপণ লড়ছেন। আমরা আশাবাদী, মা সুস্থ্ হয়ে আবার আমাদের মাঝে ফিরবেন।’ শাকের তাঁর মায়ের জন্য দেশবাসী ও ভক্তদের কাছে দোয়া চেয়েছেন। গত ৫ এপ্রিল করোনা আক্রান্ত হয়ে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি হয়েছিলেন কবরী। ৭ এপ্রিল দিবাগত রাত থেকে তাঁর অবস্থার অবনতি ঘটতে থাকে।সাতদিনের সেরা