kalerkantho

বৃহস্পতিবার । ২১ শ্রাবণ ১৪২৮। ৫ আগস্ট ২০২১। ২৫ জিলহজ ১৪৪২

আ. লীগে সংঘর্ষ, কাদের মির্জার ছেলেসহ আহত ৮

নোয়াখালী প্রতিনিধি   

১৬ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র কাদের মির্জার ছেলে তাসিক মির্জাসহ উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছে। কোম্পানীগঞ্জ থানার সামনে গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। গতকাল বিকেলে সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের ২০ থেকে ২৫ জন সমর্থক কাদের মির্জার বিরুদ্ধে মিছিল বের করে। মিছিলটি বসুরহাট পৌরসভা শহীদ মিনার গেট দিয়ে পৌরসভায় ঢোকার চেষ্টা করে। পুলিশ বাধা দিলে তারা উপজেলা ফটকে চলে যায়। এর কিছুক্ষণ পর কাদের মির্জার ছেলে তাসিক মির্জার নেতৃত্বে কয়েকজন থানার সামনে গেলে সংঘর্ষ বাধে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়াধাওয়ি ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহিদুল হক রনি বলেন, থানার সামনে মারামারি হয়েছে। গোলাগুলি ঘটেনি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।সাতদিনের সেরা