kalerkantho

বৃহস্পতিবার । ৩ আষাঢ় ১৪২৮। ১৭ জুন ২০২১। ৫ জিলকদ ১৪৪২

সংক্ষিপ্ত

চট্টগ্রামে এসএএফের সহযোগিতায় করোনা পরীক্ষা বুথ

১৬ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচিকিৎসকদের করোনা পরীক্ষার নমুনা সংগ্রহের জন্য বিশেষ বুথ বসানো হয়েছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের শাহ্ আলম বীর-উত্তম মিলনায়তনে। সালমা আদিল ফাউন্ডেশনের (এসএএফ) সহযোগিতায় স্থাপিত এই বুথের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে আছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ শিক্ষক সমিতি।

গত মঙ্গলবার বুথটি উদ্বোধন করা হয়। এ সময় চট্টগ্রাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আকতার, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ শিক্ষক সমিতির সভাপতি ডা. মনোয়ার উল হক শামীম এবং সালমা আদিল ফাউন্ডেশনের পক্ষে ইসলামী গবেষক আহমদুল ইসলাম চৌধুরী ও অ্যাডভোকেট সায়মন উপস্থিত ছিলেন। চিকিৎসকদের জন্য আলাদা বুথ স্থাপনে সহযোগিতা করায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ শিক্ষক সমিতির পক্ষ থেকে সালমা আদিল ফাউন্ডেশনকে সাধুবাদ জানানো হয়। চিকিৎসকদের জন্য স্থাপন করা হলেও নির্দিষ্ট সংখ্যক সাধারণ মানুষও এই বুথে করোনা পরীক্ষা করাতে পারবে। সংবাদ বিজ্ঞপ্তি।সাতদিনের সেরা