kalerkantho

বৃহস্পতিবার । ২১ শ্রাবণ ১৪২৮। ৫ আগস্ট ২০২১। ২৫ জিলহজ ১৪৪২

বাদশাকে ঢাকায় স্থানান্তর

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী   

১৬ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবাদশাকে ঢাকায় স্থানান্তর

করোনায় আক্রান্ত সংসদ সদস্য ফজলে হোসেন বাদশাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। গতকাল বিকেলে বিমানবাহিনীর একটি এয়ার অ্যাম্বুল্যান্সে তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়। গত বুধবার করোনা শনাক্ত হয় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বাদশার। ওই দিন রাত ৯টার দিকে তাঁকে ভর্তি করা হয় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে। এরপর গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ের ব্যবস্থাপনায় তাঁকে ঢাকায় নেওয়া হয়। উল্লেখ্য, দেশে করোনার গণটিকা কার্যক্রম শুরুর প্রথম দিন রামেক হাসপাতালে টিকা নেন বাদশা। গত ৮ এপ্রিল তিনি টিকার দ্বিতীয় ডোজ নেন।সাতদিনের সেরা