kalerkantho

বৃহস্পতিবার । ৩ আষাঢ় ১৪২৮। ১৭ জুন ২০২১। ৫ জিলকদ ১৪৪২

চাল আটার ওএমএস চালু আছে

নিজস্ব প্রতিবেদক   

১৬ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচলতি কঠোর বিধি-নিষেধের মধ্যে অনেক কিছু বন্ধ থাকলেও খোলাবাজারে সরকারের চাল ও আটা বিক্রির কার্যক্রম (ওপেন মার্কেট সেল-ওএমএস) চালু আছে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়। গতকাল মন্ত্রণালয় থেকে জানানো হয়, সরকার ঘোষিত লকডাউনের মধ্যেও স্বল্প আয়ের মানুষের খাদ্যের মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যে সারা দেশে বিভাগীয় ও জেলা পর্যায়ের শহরগুলোতে ন্যায্য মূল্যে খোলাবাজারে চাল ও আটা বিক্রয় কার্যক্রম অব্যাহত থাকবে। তবে শুক্রবার ও সরকার ঘোষিত অন্য ছুটির দিন বাদে সপ্তাহে ছয় দিন এই কার্যক্রম চলবে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিভাগীয় ও জেলা পর্যায়ের শহরগুলোতে ৭১৫ জন ওএমএস ডিলারের মাধ্যমে ৭১৫টি বিক্রয়কেন্দ্রে (১০টি ভ্রাম্যমাণ ট্রাকসহ) ৭৩৩ মেট্রিক টন চাল ও ৭৯৬ মেট্রিক টন আটা বিক্রয় চলমান।সাতদিনের সেরা