kalerkantho

রবিবার। ২ জ্যৈষ্ঠ ১৪২৮। ১৬ মে ২০২১। ০৩ শাওয়াল ১৪৪২

কোস্ট গার্ড ও বিদ্যানন্দের ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক   

১৬ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবিদ্যানন্দ ফাউন্ডেশন ও বাংলাদেশ কোস্ট গার্ডের উদ্যোগে মুন্সীগঞ্জের গজারিয়া সদর, ইস্পাহানি চর, ভাটিবলাকি ও চরবলাকি এলাকায় প্রায় ২০০ গরিব ও দুস্থ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, করোনাভাইরাসের প্রভাবে উপকূল এবং চরাঞ্চলের কর্মহীন ও দুস্থ মানুষের জীবিকা বন্ধ হয়ে যাওয়ায় তাদের সাহায্যে এগিয়ে এসেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও বিদ্যানন্দ ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় আজ (গতকাল) দুপুরে গরিব ও দুস্থ পরিবারের মধ্যে চাল, আটা, লবণ, ছোলা ও ছোলার ডাল বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ কার্যক্রমে কম্পোজিট স্টেশন পদ্মার স্টেশন কমান্ডার লে. আশমাদুল ইসলাম এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।