kalerkantho

মঙ্গলবার । ৮ আষাঢ় ১৪২৮। ২২ জুন ২০২১। ১০ জিলকদ ১৪৪২

ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন গাজীপুরে

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর   

১৪ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপ্রতিপক্ষের ছুরিকাঘাতে গাজীপুরে মো. শাকিল ওরফে নুর আলম (১৭) নামের এক স্কুল ছাত্র খুন হয়েছে। গুরুতর আহত হয়েছে মো. ফাহিম নামের আরেক স্কুলছাত্র। গত সোমবার রাতে নগরীর ৩৭ নম্বর ওয়ার্ডের কুনিয়াপাছর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাকিল স্থানীয় প্রতিভা স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল। সে ময়মনসিংহের গৌরীপুর থানার ধীতপুর গ্রামের এজাজুল ইসলামের ছেলে। শাকিল পরিবারের সঙ্গে গাজীপুর মহানগরীর গাছা থানার কুনিয়াপাছর এলাকার থাকত। আর ফাহিম কুনিয়াপাছর এলাকার ফারুক হোসেনের ছেলে। সে প্রত্যাশা কিন্ডারগার্টেনের সপ্তম শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার সন্ধ্যার দিকে স্থানীয় তালেব মার্কেটের সামনে শাকিলসহ কয়েকজন কিশোর মোবাইল ফোনে গেম খেলছিল। এক পর্যায়ে শাকিল ও ফাহিমকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায় কয়েকজন। ভুক্তভোগীদের স্থানীয় তায়েরুন্নেছা মেমোরিয়াল মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন। ফাহিমকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।