kalerkantho

বুধবার । ৯ আষাঢ় ১৪২৮। ২৩ জুন ২০২১। ১১ জিলকদ ১৪৪২

দেশ ডেঙ্গুমুক্ত!

নিজস্ব প্রতিবেদক   

১৪ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদেশে করোনাভাইরাসের মহামারির মধ্যেই সংখ্যায় কম হলেও প্রতিদিনই হাসপাতালে কোনো না কোনো সংখ্যায় ডেঙ্গু রোগী ছিল বা নতুন আক্রান্ত হতো। তবে গত কয়েক দিনে এই সংখ্যাগুলো ক্রমেই কমতে থাকে। এর মধ্যে গতকাল মঙ্গলবার দেশে কার্যত ডেঙ্গুমুক্ত ছিল।

গতকাল কোনো হাসপাতালেই আগের ভর্তীকৃত কোনো ডেঙ্গু আক্রান্ত রোগী ছিলেন না। আবার সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন কোনো ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তিও হয়নি।

গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর কন্ট্রোলরুম সূত্র এ তথ্য জানিয়েছে। তথ্য অনুসারে দেশে এ বছর মোট ৫৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল, যাদের মধ্যে সবাই সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছে।সাতদিনের সেরা