kalerkantho

শুক্রবার। ৩১ বৈশাখ ১৪২৮। ১৪ মে ২০২১। ০২ শাওয়াল ১৪৪২

লকডাউনের আগে পোশাক শ্রমিকদেও রেশন চালুর দাবি

নিজস্ব প্রতিবেদক   

১২ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকরোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সর্বাত্মক লকডাউন কার্যকরের আগে পোশাক শ্রমিকদের রেশনের ব্যবস্থা চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ। গতকাল রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রেশন চালুর পাশাপাশি শ্রমিকদের সব পাওনা পরিশোধের দাবিও জানিয়েছে সংগঠনটি।

সংগঠনের যুগ্ম আহ্বায়ক আরমান হোসাইনের সই করা বিবৃতিতে বলা হয়, গত বছরের পুনরাবৃত্তি দেখতে চান না শ্রমিকরা। শ্রমিকদের জীবন বাঁচাতে এবং করোনার সংক্রমণ ঠেকাতে প্রথমেই শতভাগ বেতন-মজুরির নিশ্চয়তা এবং অন্যান্য বিপৎকালের সুবিধা নিশ্চিত করা জরুরি। এর আগে করোনার প্রথম ধাক্কায় শ্রমিকরা যে বিপর্যয়ে পড়েছিলেন, তা এখনো কাটিয়ে উঠতে পারেননি। লকডাউনে সব সুযোগ-সুবিধা সরকারি-বেসরকারি কর্মকর্তারা পান, কিন্তু শ্রমিকরা সব কিছু থেকে বঞ্চিত থাকেন।

এতে আরো বলা হয়, গতবার সরকারের কাছ থেকে মালিকরা প্রণোদনা পেয়েছেন, তবে শ্রমিকদের জীবন-জীবিকার জন্য রাস্তায় নামতে হয়েছিল। এমনটা এবার শ্রমিকরা মেনে নেবেন না।