kalerkantho

মঙ্গলবার । ৮ আষাঢ় ১৪২৮। ২২ জুন ২০২১। ১০ জিলকদ ১৪৪২

করোনায় জ্যেষ্ঠ সাংবাদিক হাসান শাহরিয়ারের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক   

১১ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকরোনায় জ্যেষ্ঠ সাংবাদিক হাসান শাহরিয়ারের মৃত্যু

সাংবাদিক নেতা হিসেবে তিনি দেশের সীমার বাইরে পৌঁছেছিলেন। সজ্জন ব্যক্তি হিসেবে সবার কাছেই ছিলেন গ্রহণযোগ্য। ব্যক্তিজীবনে ছিলেন চিরকুমার। ছিলেন ব্যক্তিগত লোভ-লালসার ঊর্ধ্বে। ক্যান্সারের সঙ্গে লড়েও করছিলেন স্বাভাবিক জীবনযাপন। তবে হার মানলেন করোনাভাইরাসের কাছে। জ্যেষ্ঠ সাংবাদিক হাসান শাহরিয়ার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

হাসান শাহরিয়ার ফুসফুসের সমস্যা নিয়ে গত বৃহস্পতিবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে আইসিইউ সাপোর্টের জন্য তাঁকে ইমপালস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে করোনা পরীক্ষায় ফল পজিটিভ আসে। গতকাল শনিবার সকাল ১১টার দিকে ওই হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

হাসান শাহরিয়ারের মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহ্মুদ শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, এ দেশের সাংবাদিকতায় হাসান শাহরিয়ারের ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।

হাসান শাহরিয়ারের গ্রামের বাড়ি সুনামগঞ্জের তাহিরপুরে। তাঁর বাবা মকবুল হোসেন চৌধুরীও একজন খ্যাতিমান সাংবাদিক ছিলেন।

গতকাল শনিবার বাদ আসর জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে হাসান শাহরিয়ারের জানাজা অনুষ্ঠিত হয়।