kalerkantho

বুধবার । ৯ আষাঢ় ১৪২৮। ২৩ জুন ২০২১। ১১ জিলকদ ১৪৪২

চলেই গেলেন পৌর মেয়রের স্ত্রী কানন

মুন্সীগঞ্জ প্রতিনিধি   

১১ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার মেয়র আব্দুস সালামের বাড়িতে বিস্ফোরণে আহত তাঁর স্ত্রী কানন বেগমকে (৪০) বাঁচানো গেলে না। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো. আবুবকর ছিদ্দিক এবং মেয়রের ছেলে মানিক বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার অবস্থার অবনতি হলে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল বলে জানা গেছে। মেয়রের ছেলে মানিক জানান, তাঁর মায়ের শরীরের ৬০ শতাংশ পুড়ে গিয়েছিল। এ ছাড়া এ দুর্ঘটনায় দগ্ধ পৌরসভার কর্মচারী শ্যামল চন্দ্র দাস (৩০) ও মনির হোসেন (৪০) এখনো বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার মেয়র আব্দুস সালামের বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ হয়েছে বলে জেলা প্রশাসক ও পুলিশ সুপার নিশ্চিত করলেও বিষয়টি মানতে নারাজ মেয়র। তাঁর দাবি গ্যাসের কারণে বিস্ফোরণ হয়নি, এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে।সাতদিনের সেরা