kalerkantho

মঙ্গলবার । ৮ আষাঢ় ১৪২৮। ২২ জুন ২০২১। ১০ জিলকদ ১৪৪২

ক্লাসে শিক্ষকের ধূমপানের ছবি ভাইরাল, ক্ষোভ

শাবিপ্রবি প্রতিনিধি   

১১ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষকের অনলাইন ক্লাস নেওয়ার সময় ধূমপানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। অভিযুক্ত মাজহারুল হাসান মজুমদার ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

বিষয়টি সম্পর্কে জানতে মাজহারুল হাসানের মোবাইল ফোনে একাধিকবার কল ও এসএমএস করা হলেও তিনি সাড়া দেননি। জ্যেষ্ঠ কয়েকজন শিক্ষক বলেন, ক্লাসরুমের মতো একটি জায়গায় ধূমপান করলে তা অনেককে উৎসাহিত করতে পারে। অনেক শিক্ষার্থী ধূমপানে আগ্রহী হয়ে উঠতে পারে। এর প্রভাব অনেক বেশি লোকের মধ্যে পড়ে। তখন শিক্ষকদের প্রতি শিক্ষার্থীদের যে সম্মানবোধ, তা কমে যাবে।

জানা যায়, করোনাভাইরাসের কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ হলে গত বছরের এপ্রিল মাস থেকে অনলাইনে ক্লাস এবং পরে টার্মটেস্ট নেওয়া শুরু করে শাবিপ্রবি। অন্যান্য বিভাগের মতো ব্যবসায় প্রশাসন বিভাগের অনলাইন ক্লাস, টার্মটেস্ট চলছিল। কিন্তু মাজহারুল হাসান মজুমদার কয়েকটি ব্যাচের সঙ্গে অনলাইনে ক্লাস নেওয়ার সময় একাধিকবার ধূমপান করেন।

ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক জহীর উদ্দিন আহমদ বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ে ধূমপানকে নিরুৎসাহিত করা হয়েছে। একজন শিক্ষক ধূমপান করতে পারেন, তবে শিক্ষার্থীদের সামনে করা উচিত নয়। ছাত্রদের সামনে ধূমপান করা মানে ছাত্রদের উৎসাহিত করা।’

শাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মহিবুল আলম বলেন, শুধু শিক্ষার্থী না, যারা ধূমপান করেন না তাদের সামনে প্রকাশ্যে ধূমপান করা অনৈতিক কাজ। যারা এটি করবে তাদের দায়ভার শাবি শিক্ষক সমিতি নিবে না। এসব কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হোক।

উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয় ধূমপানমুক্ত এলাকা। এখানে ধূমপান ও মাদক গ্রহণ করা সম্পূর্ণ নিষিদ্ধ।’ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের এ আইন মেনে চলার আহ্বান জানান উপাচার্য।