kalerkantho

শুক্রবার। ৩১ বৈশাখ ১৪২৮। ১৪ মে ২০২১। ০২ শাওয়াল ১৪৪২

করোনায় পরিবেশের ডিজির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক   

১১ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকরোনায় পরিবেশের ডিজির মৃত্যু

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ড. এ কে এম রফিক আহাম্মদ মারা গেছেন। গতকাল শনিবার ভোর ৪টা ১৪ মিনিটে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত ২৩ মার্চ থেকে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে গত শুক্রবার থেকে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। বিসিএস (প্রশাসন) ক্যাডারের দশম ব্যাচের কর্মকর্তা  হিসেবে  ১৯৯১ সালে সরকারি চাকরিতে যোগ দেন। তিনি ২০১৯ সালের ২২ মে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব নেন।

চট্টগ্রামে চিকিৎসকের মৃত্যু : চট্টগ্রাম থেকে নিজস্ব প্রতিবেদক জানান, চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে বীর মুক্তিযোদ্ধা ডা. আবদুল লতিফ (৬৫) মারা গেছেন। গত শুক্রবার নগরের বেসরকারি মেট্রোপলিটন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এদিকে করোনায় আক্রান্ত হয়ে গত শুক্রবার রাতে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ডা. গাজী সাইফুল আলম চৌধুরী স্বপন (৬৪)। তিনি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের সাবেক উপপরিচালক ছিলেন।