kalerkantho

বুধবার । ৯ আষাঢ় ১৪২৮। ২৩ জুন ২০২১। ১১ জিলকদ ১৪৪২

সিআইডির জালে ‘জিনের বাদশা’

খুলনা অফিস   

১০ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকখনো তিনি ভাইস চেয়ারম্যান, কখনো বা ফরেস্ট অফিসার আবার কখনো ‘জিনের বাদশা’—এভাবেই একেক সময় একেক পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন আব্দুল্লাহ আল মামুন। তাঁর খপ্পরে পড়ে চার লাখ ২০ হাজার টাকা খুইয়ে গত বছর খুলনার দিঘলিয়া থানায় মামলা করেন একজন। এই মামলায় মামুনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা সিআইডির দল গত বৃহস্পতিবার রাতে পাইকগাছার গোলাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। মামুন একই উপজেলার নাকসা গ্রামের রুহুল আমিনের ছেলে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পক্ষ থেকে গতকাল শুক্রবার দুপুরে প্রেস ব্রিফিং করে এসব তথ্য জানানো হয়। জেলা সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. আনিচুর রহমান জানান, আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে।সাতদিনের সেরা