kalerkantho

বুধবার । ৯ আষাঢ় ১৪২৮। ২৩ জুন ২০২১। ১১ জিলকদ ১৪৪২

উপসর্গে আ. লীগ নেতার মৃত্যু

চৌগাছা (যশোর) প্রতিনিধি   

১০ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেযশোরের চৌগাছায় করোনার উপসর্গ নিয়ে আওয়ামী লীগ নেতা হাফিজুর রহমান নিপুর (৬০) মৃত্যু হয়েছে। তিনি সিংহঝুলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। গতকাল শুক্রবার খুলনার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জানা যায়, হাফিজুর রহমান সপ্তাহখানেক ধরে ঠাণ্ডা-জ্বরে ভুগছিলেন। তবে বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি। এর মধ্যে গত বৃহস্পতিবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। এ অবস্থায় খুলনায় বসবাসরত ছেলের সিদ্ধান্তে দ্রুত তাঁকে সেখানে নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর লাশ গ্রামের বাড়ি সিংহঝুলীতে আনা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুত্ফুন্নাহার বলেন, ‘দাফন শেষে (হাফিজুর রহমানের) পরিবারের সবাইকে করোনা পরীক্ষা করার কথা জানিয়েছি।’সাতদিনের সেরা