kalerkantho

বুধবার । ৯ আষাঢ় ১৪২৮। ২৩ জুন ২০২১। ১১ জিলকদ ১৪৪২

স্কুলে অনুপস্থিত ৮ বছর, বেতন পেলেন নিয়মিত

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি   

১০ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক জাহাঙ্গীর হোসেন (৪৫) আট বছর ধরে স্কুলে যাচ্ছেন না। অথচ বেতন তুলছেন নিয়মিত। এমন অভিযোগ পাওয়ার পর বিষয়টি নিয়ে প্রাথমিক তদন্ত করেছেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. শামসুজ্জোহা। গত বৃহস্পতিবার বিদ্যালয়ে তদন্তদল গেলে হৈচৈ পড়ে যায় এলাকায়।

জানা গেছে, কৈজুরি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক ও কৈজুরি ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলামের ছোট ভাই জাহাঙ্গীর হোসেন।

কৈজুরি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুনার রশিদ জানান, বিষয়টি নিয়ে তিনি সিরাজগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা, দুর্নীতি দমন কমিশনসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ পেয়ে গত বৃহস্পতিবার শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. শামসুজ্জোহা, শাহজাদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাসুদ হোসেন ও শাহজাদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহাদাৎ হোসেন ওই প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে এ বিষয়ে তদন্ত করেন।

অভিযুক্ত সহকারী শিক্ষক জাহাঙ্গীর হোসেন বলেন, ‘গত বছর থেকে আমাদের স্কুলের পাঠদান বন্ধ থাকায় মাঝেমধ্যে আমি ঢাকায় যাই। আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তা সঠিক নয়।’সাতদিনের সেরা