kalerkantho

বুধবার । ৯ আষাঢ় ১৪২৮। ২৩ জুন ২০২১। ১১ জিলকদ ১৪৪২

ফ্লাইওভারে বাইক দুর্ঘটনায় যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক   

১০ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরাজধানীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় এক আরোহী নিহত এবং এক আরোহী আহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মাহমুদুল হাসান রোহিত (১৮)। আহতের নাম শেখ মারজান (১৯)। গুরুতর আহত অবস্থায় তাঁদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রোহিতকে মৃত ঘোষণা করেন। নিহতের বড় ভাই মাজহারুল হাসান রাজু জানান, তাঁদের বাসা দক্ষিণ যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোডে। গুলিস্তানে একটি গেঞ্জির দোকানে চাকরি করতেন রোহিত। জুমার নামাজের পর রোহিত বন্ধু মারজানের মোটরসাইকেলে ঘুরতে বের হয়েছিলেন। এরপর দুর্ঘটনার খবর পান তাঁরা। মাসুদ রানা নামে এক পথচারী জানান, তিনি ফ্লাইওভারটি দিয়ে যাওয়ার সময় পোস্তগোলার তিন রাস্তার মোড়ে এক যুবককে মোটরসাইকেলসহ পড়ে থাকতে দেখেন।সাতদিনের সেরা