kalerkantho

বুধবার । ৯ আষাঢ় ১৪২৮। ২৩ জুন ২০২১। ১১ জিলকদ ১৪৪২

সংক্ষিপ্ত

কোস্টার জাহাজের নাবিক-চালকসহ পাঁচজন রিমান্ডে

শীতলক্ষ্যায় লঞ্চডুবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি   

১০ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবির ঘটনায় জব্দ করা এসকেএল-৩ কোস্টার জাহাজ থেকে গ্রেপ্তার ১৪ আসামির মধ্যে নাবিক, চালকসহ পাঁচজনকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অন্য ৯ আসামির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। নৌ থানা পুলিশ আসামিদের মধ্যে পাঁচজনের সাত দিন করে রিমান্ডের আবেদন করে গতকাল শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ূন কবীরের আদালতে হাজির করে। এর আগে বৃহস্পতিবার দুপুরে মুন্সীগঞ্জের গজারিয়া থেকে আসামিদের গ্রেপ্তারের পর সন্ধ্যায় নারায়ণগঞ্জের নৌ থানা পুলিশের কাছে হস্তান্তর করে কোস্ট গার্ড কর্তৃপক্ষ। গত ৪ এপ্রিল সন্ধ্যায় নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জগামী এমএল সাবিত আল হাসান লঞ্চ অর্ধশতাধিক যাত্রী নিয়ে শীতলক্ষ্যায় ডুবে যায়। এই লঞ্চডুবিতে ৩৪ জনের লাশ উদ্ধার করা হয়। অভিযোগ রয়েছে, কোস্টার জাহাজ এসকেএল-৩ পেছন থেকে ধাক্কা দিয়ে লঞ্চটিকে ডুবিয়ে দেয়।সাতদিনের সেরা