kalerkantho

মঙ্গলবার । ৪ জ্যৈষ্ঠ ১৪২৮। ১৮ মে ২০২১। ৫ শাওয়াল ১৪৪

সংক্ষিপ্ত

দরিদ্র-মধ্যবিত্তের জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবি

নিজস্ব প্রতিবেদক   

১০ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেকরোনাকালে দরিদ্র থেকে শুরু করে মধ্যবিত্ত মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানিয়েছে গণতান্ত্রিক বাম ঐক্য। বাম ঐক্যের সমাবেশে গণপরিবহনে বর্ধিত ভাড়া বাতিল এবং টিসিবির পণ্যসহ সব ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত ওই সমাবেশে সভাপতিত্ব করেন বাম ঐক্যের সমন্বয়ক ও সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ। বক্তৃতা করেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক হারুন চৌধুরী, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক সামছুল আলম, হারুন অর রশীদ খান, বিধান দাস, হেমায়েত উদ্দিন প্রমুখ। সমাবেশে নেতারা বলেন, করোনাকালে কাজ হারিয়েছে অনেক মানুষ। এরপর নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে পুড়ে যাচ্ছে মানুষের সঞ্চয়ের স্বপ্ন। মানুষের জন্য এই বিপদ থেকে উত্তরণের পথ অনেক কঠিন হয়ে যাচ্ছে। তাই নিম্নমধ্যবিত্ত থেকে হতদরিদ্র মানুষকে রেশনিং ব্যবস্থার আওতায় আনা উচিত। এ ছাড়া শিল্পপতি থেকে ক্ষুদ্র ব্যবসায়ী পর্যন্ত সবাইকে প্রণোদনার আওতায় আনতে হবে। সমাবেশে গণপরিবহনের ভাড়া বৃদ্ধি এবং টিসিবির পণ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত গণবিরোধী আখ্যায়িত করে সিদ্ধান্ত বাতিলের দাবি জানানো হয়। অবিলম্বে দাবি বাস্তবায়িত না হলে দেশব্যাপী তীব্র আন্দোলন গড়ে তোলা হবে বলে জানানো হয়।