kalerkantho

মঙ্গলবার । ২৭ বৈশাখ ১৪২৮। ১০ মে ২০২১। ২৭ রমজান ১৪৪২

সংক্ষিপ্ত

চট্টগ্রামে কভিডে তিনজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

৮ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরো তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। এর মধ্যে নগরে দুজন ও জেলায় একজন রয়েছে। এ নিয়ে চট্টগ্রামে করোনাক্রান্ত হয়ে মোট ৪০০ জনের প্রাণ গেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত হয়েছে ৪১৪ জন; নগরে ৩৭৩ জন ও জেলায় ৪১ জন। চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের গত ২৪ ঘণ্টার তথ্যে এসব জানা যায়। এ নিয়ে গতকাল বুধবার পর্যন্ত চট্টগ্রামে করোনা শনাক্ত হয়েছে ৪২ হাজার ৭১৫ জনের। এর মধ্যে নগরে ৩৪ হাজার ১৯৪ জন ও জেলায় আট হাজার ৫২১ জন। গত ২৪ ঘণ্টায় আটটি পরীক্ষাগারে দুই হাজার ৭৫৬টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের তুলনায় মৃত্যুহার ০.৯৪ শতাংশ। মোট নমুনা পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ১১.৭২ শতাংশ। গত বছরের ৩ এপ্রিল চট্টগ্রাম নগরে প্রথম করোনা শনাক্ত হয়েছিল। একই বছরের ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে একজন মৃত্যুবরণ করে। এরপর ৩৬৪ দিনের মাথায় মৃতের সংখ্যা চার শতে দাঁড়াল; এর মধ্যে নগরে ২৯৪ জন ও জেলায় ১০৬ জন।সাতদিনের সেরা