kalerkantho

মঙ্গলবার । ২৭ বৈশাখ ১৪২৮। ১০ মে ২০২১। ২৭ রমজান ১৪৪২

রাজশাহীতে ট্রাকচাপায় দম্পতিসহ তিনজন নিহত

আরো চার জেলায় সড়কে ঝরেছে চার প্রাণ

কালের কণ্ঠ ডেস্ক   

৮ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেরাজশাহীতে সড়ক দুর্ঘটনায় গতকাল বুধবার দম্পতিসহ তিনজনের প্রাণহানি ঘটেছে। একই দিন আরো চার জেলায় একজন করে নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী জানান, রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের হরিপুর এলাকায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাচালক ও দুই যাত্রী প্রাণ হারিয়েছেন। নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ঘাসিয়ালপাড়া গ্রামের বাসিন্দা আবদুস সাত্তার (৫৫), তাঁর স্ত্রী ফেরদৌসি বেগম (৪৭) এবং একই উপজেলার বাগডাস গ্রামের বাসিন্দা অটোরিকশাচালক আনসার আলী (৪৫)। দামকুড়া থানার ওসি মাহবুব হোসেন জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গাইবান্ধা প্রতিনিধি জানান, গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালী-হাওয়াখানা এলাকায় ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী আব্দুল বাদশা (৬৫) মারা গেছেন। বাদশার বাড়ি উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সমসপাড়া গ্রামে।

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের সুরমা চা বাগান এলাকায় মোটরসাইকেল-পিকআপের সংঘর্ষে চুনারুঘাট পৌর ছাত্রলীগের সহসভাপতি মো. সিপন খান (২৬) প্রাণ হারিয়েছেন।

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি জানান, উপজেলার সোনাতুনিয়া বাসস্ট্যান্ডের কাছে মাইক্রোবাসচাপায় ইসমাইল হোসেন (৬৫) নামে এক ব্যক্তি নিহত হন। তিনি উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা।

শেরপুর প্রতিনিধি জানান, নকলা উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আলেয়া আক্তার (৫) নামে এক শিশু নিহত হয়েছে। নকলা-নালিতাবাড়ী সড়কের ধনাকুশা পুরাতন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।সাতদিনের সেরা