kalerkantho

মঙ্গলবার । ২৭ বৈশাখ ১৪২৮। ১০ মে ২০২১। ২৭ রমজান ১৪৪২

নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে মৃত্যু এনজিওকর্মীর

নিজস্ব প্রতিবেদক   

৮ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনির্মাণাধীন একটি ভবন থেকে ইট পড়ে শিউলি আক্তার (৩০) নামে এক এনজিওকর্মী মারা গেছেন। গতকাল বুধবার দুপুরের দিকে রাজধানীর সায়েদাবাদ কেরানি গলিতে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

শিউলিকে হাসপাতালে নিয়ে আসা তাঁর ভাতিজা ফয়সাল হোসেন জানান, ফর মাল্টিপারপাস কো-অপারেটিভ লিমিটেড নামের একটি এনজিওতে চাকরি করতেন শিউলি। এ জন্য বিভিন্ন দোকান থেকে টাকা কালেকশনের কাজ করতেন তিনি। গতকাল দুপুরে সায়েদাবাদ কেরানি গলি দিয়ে যাওয়ার সময় পাশের একটি নির্মাণাধীন ছয়তলা ভবনের তৃতীয় তলা থেকে ইট পড়ে শিউলির মাথায়।

শিউলির গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলায়। আট বছরের একটি ছেলে এবং স্বামী দেলোয়ার হোসেনকে নিয়ে তিনি সায়েদাবাদ আরকে চৌধুরী ডিগ্রি কলেজ গলিতে থাকতেন।সাতদিনের সেরা