kalerkantho

মঙ্গলবার । ২৭ বৈশাখ ১৪২৮। ১০ মে ২০২১। ২৭ রমজান ১৪৪২

অ ম র বা ণী

৮ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপৃথিবীতে এ রকম সারল্যের উদাহরণ আছে, যে সারল্য নেকড়ের মুখ থেকে সিংহের মুখে নিয়ে যায়।

জন বার্থ

 


সারল্য থাকতে পারে স্বাধীনতার সঙ্গে, মূর্খতার সঙ্গে নয়।

উইলিয়াম ব্লেক

 


সরল সে-ই, যে কোনো কিছুই ব্যাখ্যা করে না।

আলবেয়ার কামু

 


কেউ কোমর এঁটে সারল্য অর্জন করতে পারে না বা ভাড়াও নিতে পারে না। তবে স্বভাবের মধ্যে তা রাখতে হয়।

এমারসনসাতদিনের সেরা