kalerkantho

সোমবার । ৬ বৈশাখ ১৪২৮। ১৯ এপ্রিল ২০২১। ৬ রমজান ১৪৪২

সংক্ষিপ্ত

বীর মুক্তিযোদ্ধা ঘর পাবেন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া   

৮ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবীর মুক্তিযোদ্ধা ঘর পাবেন

সম্প্রতি ঝড়ে বগুড়ার বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিনের টিনের ঘর ভেঙে যায়। তাঁর কাছ থেকেই খবর পেয়ে কালের কণ্ঠ শুভসংঘের সদস্যরা ছুটে যান মোসলেম উদ্দিনের বাড়িতে। পরে সহযোগিতা চেয়ে বগুড়া সদর উপজেলা নির্বাহী কমকর্তা (ইউএনও) আজিজুর রহমানের কাছে লিখিত আবেদন জানানো হয়। গতকাল বুধবার ইউএনও নিজে পরিদর্শনে যান মোসলেম উদ্দিনের বাড়ি। ক্ষতির পরিমাণ দেখে সরকারিভাবে সহযোগিতা করার আশ্বাস দেন। বীর মুক্তিযোদ্ধাকে একটি সরকারি ঘরও বরাদ্দ দেওয়া হবে বলে তিনি জানান। এ সময় উপস্থিত ছিলেন শুভসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ঠাণ্ডা আজাদ, বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক শিশির মোস্তাফিজ, আমজাদ হোসেন, আশফাক উর রহমান চন্দন, শরিফুর রশিদ প্রমুখ।

মন্তব্যসাতদিনের সেরা