kalerkantho

মঙ্গলবার । ১৩ আশ্বিন ১৪২৮। ২৮ সেপ্টেম্বর ২০২১। ২০ সফর ১৪৪৩

চসিক আইসোলেশন সেন্টার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

৭ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচট্টগ্রাম সিটি করপোরেশনের লাইব্রেরি ভবনের দুটি ফ্লোর নিয়ে গড়ে তোলা ৫০ শয্যা আইসোলেশন সেন্টারের উদ্বোধন করা হয়েছে। মেয়র মো. রেজাউল করিম চৌধুরী গতকাল মঙ্গলবার লালদীঘির দক্ষিণ পাড়ের এই আইসোলেশন সেন্টার উদ্বোধন করেন। ৫০ শয্যার এই আইসোলেশন সেন্টারের দোতলায় ৩৫ শয্যা পুরুষদের জন্য, তৃতীয় তলায় ১৫ শয্যা নারীদের। দু-এক দিনের মধ্যে এ সেন্টারে রোগী ভর্তি শুরু হবে। পরিস্থিতি অনুযায়ী এই আইসোলেশন সেন্টার সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে চসিকের পদায়ন করা ১১ জন চিকিৎসক যোগদান করেছেন। ১০ জন চিকিৎসক সব সময় ওই সেন্টারে থাকবেন। এ ছাড়া ১২ জন প্যারামেডিকস, তিনজন ফার্মাসিস্ট, আটজন ওয়ার্ডবয়, দুজন স্টোরকিপার, তিনজন ওয়ার্ড মাস্টার রোস্টার অনুযায়ী ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করবেন।