kalerkantho

শুক্রবার । ৪ আষাঢ় ১৪২৮। ১৮ জুন ২০২১। ৬ জিলকদ ১৪৪২

সংক্ষিপ্ত

‘ইতিহাসের মহানায়ক’ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক   

৫ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে‘ইতিহাসের মহানায়ক’ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মুজিববর্ষ উপলক্ষে বিশেষ স্মারকগ্রন্থ ‘ইতিহাসের মহানায়ক’ প্রকাশ করেছে। গতকাল রবিবার দুপুরে সমিতি ভবনে এই স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করেন সমিতির সভাপতি ও অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। এ সময় সমিতির সহসভাপতি মো. মনিরুজ্জামান, সহসম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ ইমতিয়াজ ফারুক, কার্যনির্বাহী সদস্য মো. হুমায়ুন কবির প্রমুখ আইনজীবী নেতা উপস্থিত ছিলেন। এ সময় এ এম আমিন উদ্দিন বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আইনজীবী, আদালত, আইনের শাসন ও বিচার বিভাগ নিয়ে কী ভেবেছেন, সে বিষয়গুলো মানুষের সামনে তুলে ধরতেই আমাদের এই প্রকাশনা।’ এই স্মারকগ্রন্থের বিষয়ে সমিতির এক বিবৃতিতে বলা হয়, ওই স্মারকগ্রন্থে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য কর্মময় জীবন, বাঙালির জাতিসত্তার আত্মপ্রকাশে তাঁর রাজনৈতিক সংগ্রাম, আত্মত্যাগ এবং স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে তাঁর স্বপ্নের বিভিন্ন দিক নিয়ে বিশ্লেষণমূলক ও স্মৃতিচারণামূলক লেখা প্রকাশিত হয়।সাতদিনের সেরা