kalerkantho

শুক্রবার । ৪ আষাঢ় ১৪২৮। ১৮ জুন ২০২১। ৬ জিলকদ ১৪৪২

নড়াইল ও মুন্সীগঞ্জে মাস্ক বিতরণ

নড়াইল, মুন্সীগঞ্জ ও গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি   

৫ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনড়াইল ও মুন্সীগঞ্জে মাস্ক বিতরণ

করোনা প্রতিরোধে নড়াইলে মাস্ক বিতরণ করেছেন কালের কণ্ঠ শুভসংঘের জেলা শাখার বন্ধুরা। গতকাল কয়েক শ মানুষকে মাস্ক দেওয়া হয়। এর আগে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র ও শুভসংঘের সহসভাপতি আনজুমান আরা, শুভসংঘের সভাপতি ডা. মশিউর রহমান বাবু, সাধারণ সম্পাদক নাসিমা হক পলি প্রমুখ। 

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে মাস্ক বিতরণ : টঙ্গিবাড়ী বাজার ও বেতকা বাজারেও মাস্ক বিতরণ করেছে শুভসংঘের উপজেলা শাখা। এ সময় উপস্থিত ছিলেন শুভসংঘের উপজেলা শাখার সভাপতি আশিক আহমেদ, জ্যেষ্ঠ সহসভাপতি শিহাব শেখ, সহসভাপতি শুভ আহমেদ প্রমুখ।

গফরগাঁওয়ে কমিটি পুনর্গঠন : ময়মনসিংহের গফরগাঁওয়ে শুভসংঘের কমিটি পুনর্গঠন করা হয়েছে। গত শনিবার খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনাসভায় এ কমিটি গঠিত হয়।সাতদিনের সেরা