kalerkantho

বৃহস্পতিবার । ৩ আষাঢ় ১৪২৮। ১৭ জুন ২০২১। ৫ জিলকদ ১৪৪২

মেডিক্যালে ভর্তি পরীক্ষায় পাসের হার ৩৯.৮৬%

নিজস্ব প্রতিবেদক   

৫ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এ বছর জাতীয় মেধার ভিত্তিতে সরকারি মেডিক্যাল কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন চার হাজার ৩৫০ জন। তবে ন্যূনতম ৪০ নম্বর পেয়ে পাস করেছেন ৪৮ হাজার ৯৭৫ জন। অর্থাৎ পাসের হার ৩৯.৮৬ শতাংশ।

গতকাল রবিবার রাতে ফল প্রকাশের পরই নির্বাচিত শিক্ষার্থীদের কাছে এসএমএসের মাধ্যমে তা জানিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে।

প্রকাশিত ফলাফলে চলমান শিক্ষাবর্ষ থেকে তিন হাজার ৯৩৭ জন এবং গত শিক্ষাবর্ষ থেকে ৪১৩ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন।

এবার ভর্তি পরীক্ষায় আবেদন করেছিলেন এক লাখ ২২ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এক লাখ ১৬ হাজার ৮৫৬ জন। অনুপস্থিত ছিলেন ছয় হাজার ৮২ জন শিক্ষার্থী।সাতদিনের সেরা