kalerkantho

বৃহস্পতিবার । ৩ আষাঢ় ১৪২৮। ১৭ জুন ২০২১। ৫ জিলকদ ১৪৪২

বিএনপির ৪৪০ নেতাকর্মীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক   

৫ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবিএনপির ৪৪০ নেতাকর্মীর মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে গতকাল রবিবার বিকেল পর্যন্ত বিএনপির ৪৪০ জন নেতাকর্মীর মৃত্যু হয়েছে। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন শতাধিক নেতাকর্মী। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান কালের কণ্ঠকে বলেন, দেশে করোনাভাইরাস সংক্রমণ দেখা দেওয়ার পর থেকে দলের প্রায় সাড়ে চার শ নেতাকর্মী আক্রান্ত হন। সাম্প্রতিক সময়ে আক্রান্ত হয়েছেন শতাধিক। তিনি জানান, সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি নেতাদের মধ্যে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, সেলিমা রহমান প্রমুখ। এ ছাড়া আক্রান্তদের মধ্যে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর অক্সিজেন লেভেল কমে যাওয়ায় গত বুধবার তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। করোনাভাইরাস সংক্রমণে মৃত বিএনপি নেতাকর্মীদের মধ্যে রয়েছেন চেয়ারপারসনের উপদেষ্টা, সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি এম এ হক, ঢাকা উত্তর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসন, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী প্রমুখ।সাতদিনের সেরা