kalerkantho

শুক্রবার । ৪ আষাঢ় ১৪২৮। ১৮ জুন ২০২১। ৬ জিলকদ ১৪৪২

সংক্ষিপ্ত

চট্টগ্রামে শনাক্ত ২৩২, মৃত্যু ৪

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

৫ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচট্টগ্রামে শনাক্ত ২৩২, মৃত্যু ৪

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চারজন মৃত্যুবরণ করেছে। এ ছাড়া একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ২৩২ জনের দেহে। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা শনাক্ত হয়েছে ৪১ হাজার ৫০০ জনের দেহে। চট্টগ্রামে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুবরণ করেছে ৩৯৩ জন। শনাক্তের তুলনায় মৃত্যুহার ১ শতাংশ। গতকাল রবিবার চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ তথ্যে এসব জানা গেছে। চট্টগ্রামের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান জানান, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৭৬২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে শনাক্ত হয়েছে ২৩২ জন, যার মধ্যে নগরে ২১৯ জন এবং জেলায় ১৩ জন। মোট করোনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১২ শতাংশ। গত কয়েক দিনের তুলনায় সর্বশেষ ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা ও শনাক্ত কিছুটা কমেছে। এর মধ্যে প্রায় তিন মাসের মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যুহার বেশি ছিল।সাতদিনের সেরা