kalerkantho

শুক্রবার । ৪ আষাঢ় ১৪২৮। ১৮ জুন ২০২১। ৬ জিলকদ ১৪৪২

সংক্ষিপ্ত

‘এক্সারসাইজ শান্তির অগ্রসেনা’ উদ্বোধন করলেন সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক   

৫ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে‘এক্সারসাইজ শান্তির অগ্রসেনা’ উদ্বোধন করলেন সেনাপ্রধান

মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ‘এক্সারসাইজ শান্তির অগ্রসেনা’ উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। গতকাল রবিবার টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেনানিবাসে আন্তর্জাতিক এই সামরিক প্রশিক্ষণ উদ্বোধন করেন তিনি। আইএসপিআর জানায়, উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল এস এম মতিউর রহমান, ১৯ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার ঘাটাইল এরিয়ার মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেনসহ অন্য ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বহুজাতিক এই প্রশিক্ষণে সরাসরি অংশ নিচ্ছেন বাংলাদেশের ৩০, ভারতের ৩০, শ্রীলঙ্কার ৩০ এবং ভুটানের ৩৩ সেনা সদস্য। এ ছাড়া যুক্তরাষ্ট্র, ফ্রান্স, নেপাল, তুরস্ক, সৌদি আরব, ভারত, শ্রীলঙ্কা ও ভুটানের ১৯ পর্যবেক্ষকও অংশ নিচ্ছেন।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণকারী দেশগুলোর সক্ষমতা বাড়ানোই এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। এই প্রশিক্ষণে অংশগ্রহণকারী দেশগুলো পারস্পরিক জ্ঞান এবং প্রযুক্তিগত তথ্য বিনিময়ের মাধ্যমে একটি সহযোগী কাজের পরিবেশ তৈরির মাধ্যমে প্রশিক্ষণের লক্ষ্য অর্জনে সচেষ্ট হবে। প্রশিক্ষণ চলবে ১২ এপ্রিল পর্যন্ত।সাতদিনের সেরা