kalerkantho

বুধবার । ২৯ বৈশাখ ১৪২৮। ১২ মে ২০২১। ২৯ রমজান ১৪৪২

স্ত্রী হত্যা মামলায় ২৩ বছর পর নুরুলের জামিন

নিজস্ব প্রতিবেদক   

৫ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসাতক্ষীরার কলারোয়ায় মামলার প্রায় সাড়ে ২৩ বছর পর জামিন পেলেন আসামি নুরুল ইসলাম। ১৯৯৬ সালে নিজের স্ত্রীকে ভাড়াটে খুনি দিয়ে হত্যার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়।

গতকাল রবিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ নুরুলের জামিন মঞ্জুরের আদেশ দেন। আদালতে নুরুলের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মো. শাহ আলম সরকার এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

১৯৯৬ সালের ২৪ জুন নুরুলের স্ত্রী জোহরাকে ভাড়াটে খুনি দিয়ে হত্যা করা হয়। হত্যার পর পুকুরে ফেলে দেওয়া হয়। এ ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন নুরুল। এ মামলায় সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ২০০১ সালে নুরুলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে রায় দেন। এ রায়ের বিরুদ্ধে নুরুল হাইকোর্টে আপিল করেন। হাইকোর্ট ২০০৩ সালে তাঁর সাজা বহাল রেখে রায় দেন। এরপর হাইকোর্টের রায়ের বিরুদ্ধেও আপিল বিভাগে আবেদন করেন নুরুল এবং জামিনের আবেদন করেন।