kalerkantho

সোমবার । ১১ শ্রাবণ ১৪২৮। ২৬ জুলাই ২০২১। ১৫ জিলহজ ১৪৪২

সংক্ষিপ্ত

হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার দিলেন এমপি সেলিম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি   

২ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনারায়ণগঞ্জে ফের বাড়ছে করোনাভাইরাসের বিস্তার। ৩০০ শয্যার হাসপাতালে করোনা রোগীর চাপও বাড়ছে। এমন পরিস্থিতিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের অনুরোধে ব্যক্তিগত উদ্যোগে ২০টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান।

গতকাল বৃহস্পতিবার বিকেলে সেলিম ওসমানের পক্ষে নারায়ণগঞ্জ চেম্বার্স অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল ৩০০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আবুল বাশারের হাতে অক্সিজেন সিলিন্ডারগুলো হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু। খালেদ হায়দার খান কাজল বলেন, ‘করোনা পরিস্থিতি আবারও খারাপের দিকে যাওয়ায় এবং রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় নারায়ণগঞ্জ ৩০০ শয্যার হাসপাতালে অক্সিজেনের অপ্রতুলতা দেখা দেয়। জেলা প্রশাসকের অনুরোধে নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান ব্যক্তিগত উদ্যোগে ২০টি অক্সিজেন সিলিন্ডার হাসপাতালে হস্তান্তরের জন্য পাঠিয়েছেন। আমরা হাসপাতালের সুপারের কাছে সিলিন্ডারগুলো হস্তান্তর করেছি।’সাতদিনের সেরা