kalerkantho

বৃহস্পতিবার । ২১ শ্রাবণ ১৪২৮। ৫ আগস্ট ২০২১। ২৫ জিলহজ ১৪৪২

সংক্ষিপ্ত

নতুন রাজনৈতিক দল ‘নৈতিক সমাজ’

নিজস্ব প্রতিবেদক   

৩১ মার্চ, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে‘নৈতিক সমাজ’ নামে নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এ উপলক্ষে দলটির পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আসিফ নজরুল। এ ছাড়া নৈতিক সমাজের পক্ষে উপস্থিত ছিলেন সাবেক বিচারপতি আব্দুস সালাম মামুন, মেজর (অব.) মুজিবুল হক, যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার আতিকুল রহমান, তফিজ উদ্দিন আহম্মেদ, সদস্যসচিব ইঞ্জিনিয়ার মারুফ খালেদ প্রমুখ। সাবেক মেজর জেনারেল আ ম স আ আমিন নৈতিক সমাজ নামের নতুন রাজনৈতিক দলটির ঘোষণা দেন। রাজনীতিতে নীতিমান নেতৃত্ব এবং নৈতিক মূল্যবোধ তৈরির উদ্দেশ্য নিয়ে এ রাজনৈতিক দল গঠন করা হয়েছে বলে জানানো হয়। আ ম স আ আমিন ২০০১ সালে কুড়িগ্রাম-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচন করেন।সাতদিনের সেরা