kalerkantho

বৃহস্পতিবার । ২১ শ্রাবণ ১৪২৮। ৫ আগস্ট ২০২১। ২৫ জিলহজ ১৪৪২

সংক্ষিপ্ত

ডা. জাহিদ ও তাঁর স্ত্রী করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক   

৩১ মার্চ, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন। গতকাল মঙ্গলবার তিনি কালের কণ্ঠকে জানান, তাঁদের দুজনেরই জ্বর, কাশি ও শরীরের ব্যথা আছে। অন্য কোনো উপসর্গ এখন পর্যন্ত নেই। তাঁরা বাসায় সম্পূর্ণ কোয়ারেন্টিনে আছেন। অধ্যাপক জাহিদ দলের নেতাকর্মীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। অধ্যাপক জহিদ হোসেন ও তাঁর স্ত্রী রিফাত হোসেনের গত কয়েক দিন ধরে জ্বর ও কাশি অনুভব করায় সোমবার করোনা পরীক্ষায় ফলাফল পজিটিভ আসে। এরপর থেকে তাঁরা বাসায় একটি কক্ষে আইসোলেশনে রয়েছেন। অধ্যাপক জাহিদ হোসেন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব ছিলেন। তিনি বিএনপির চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব এবং সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্যসচিব।

গত বছরের মার্চ মাস থেকে দেশে করোনা সংক্রমণ শুরুর পর থেকে করোনায় আক্রান্ত নেতাকর্মীদের চিকিৎসাসেবাও দিয়েছেন অধ্যাপক জাহিদ।সাতদিনের সেরা