kalerkantho

বৃহস্পতিবার । ২১ শ্রাবণ ১৪২৮। ৫ আগস্ট ২০২১। ২৫ জিলহজ ১৪৪২

করোনায় কয়েক ঘণ্টার ব্যবধানে মারা গেলেন মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

৩১ মার্চ, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেফরিদপুরে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন বীর মুক্তিযোদ্ধা খন্দকার মিজানুর রহমান ওরফে হালিম (৭২)। গতকাল মঙ্গলবার ভোরে রাজধানীর পদ্মা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর কয়েক ঘণ্টা আগে সোমবার দুপুরে তাঁর স্ত্রী মেহেরুন্নেসা ওরফে মেরী (৬০) করোনায় আক্রান্ত হয়ে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মাত্র ১৭ ঘণ্টার ব্যবধানে এ দম্পতির মৃত্যুর ঘটনায় ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকায় শোকের ছায়া নেমে আসে।

মুক্তিযোদ্ধা হালিমের খালাতো ভাই সৈয়দ নাজমুল ইসলাম হোসেন ওরফে লোচন জানান, ৮-১০ দিন আগে হালিম ও তাঁর স্ত্রী মেরী করোনায় আক্রান্ত হন।সাতদিনের সেরা