kalerkantho

বৃহস্পতিবার । ২১ শ্রাবণ ১৪২৮। ৫ আগস্ট ২০২১। ২৫ জিলহজ ১৪৪২

সংক্ষিপ্ত

ভাসানচরে যাচ্ছে আরো ৫ হাজার রোহিঙ্গা

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার   

৩১ মার্চ, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকক্সবাজারের উখিয়া-টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প থেকে ষষ্ঠ দফায় পাঁচ হাজারের বেশি রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে স্থানান্তর করা হচ্ছে। গতকাল মঙ্গলবার প্রথম দিন ৪৭টি বাসযোগে নারী, শিশুসহ দুই হাজার ৪৯৫ জন রোহিঙ্গা উখিয়া কলেজ মাঠ থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়। এর মধ্যে দুপুর ১২টার দিকে ৮৮৪ জন, দুপুর ২টার দিকে ৮৯০ জন ও বিকেল ৪টার দিকে ৭১৯ জন রোহিঙ্গা রওনা দেয়। ওই দুই হাজার ৪৯৫ জন রোহিঙ্গা চট্টগ্রামে পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন কক্সবাজার শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত। রোহিঙ্গা মাঝিরা জানায়, ভাসানচরের পরিবেশ, থাকা-খাওয়ার সুবিধা জেনে স্বেচ্ছায় নিবন্ধনের মাধ্যমে এসব রোহিঙ্গা ভাসানচরে যাচ্ছে। ভাসানচরে অবস্থান করা রোহিঙ্গাদের সঙ্গে ফোনে যোগাযোগ করে সুযোগ-সুবিধা নিশ্চিত হয়ে   আরো অনেক রোহিঙ্গা ভাসানচরে যেতে নিবন্ধন করেছে। আজ আরো প্রায় আড়াই হাজার রোহিঙ্গা যেতে পারে। কক্সবাজার অতিরিক্ত শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসুদ্দৌজা নয়ন বলেন, এসব রোহিঙ্গাকে আজ বুধবার নৌবাহিনীর তত্ত্বাবধানে পতেঙ্গা থেকে জাহাজে করে ভাসানচরে নিয়ে যাওয়া হবে।সাতদিনের সেরা