kalerkantho

বৃহস্পতিবার । ২১ শ্রাবণ ১৪২৮। ৫ আগস্ট ২০২১। ২৫ জিলহজ ১৪৪২

মুজাক্কির হত্যা মামলা

১২ আসামির দুই দিন করে রিমান্ড

নোয়াখালী প্রতিনিধি   

৩১ মার্চ, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যা মামলায় জেলে থাকা ১২ আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গত সোমবার নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম মোসলেহ উদ্দিন মিজান এই আদেশ দেন। এ নিয়ে মুজাক্কির হত্যা মামলায় ১৬ আসামির মধ্যে ১৩ জনের রিমান্ড মঞ্জুর হলো।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, জেলে থাকা ১২ আসামির তিন দিন করে রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়। সোমবার ওই আবেদনের ওপর শুনানি করে তাঁদের প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলেন ফয়সল আলম টিটু, মো. সেলিম, সুজায়েত উল্যাহ, আজিজুল হক মানিক, মো. আলমগীর হোসেন, ইউছুফ নবী বাহাদুর, মো. রাহাত, আবদুল আমিন, মোশারফ হোসেন, মো. মাসুদুর রহমান, বিক্রম চন্দ্র ভৌমিক ও দেলোয়ার হোসেন।সাতদিনের সেরা