kalerkantho

বৃহস্পতিবার । ২১ শ্রাবণ ১৪২৮। ৫ আগস্ট ২০২১। ২৫ জিলহজ ১৪৪২

সড়কে ঝরল আট প্রাণ

কালের কণ্ঠ ডেস্ক   

৩১ মার্চ, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনওগাঁর ধামইরহাটে গতকাল মঙ্গলবার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই দিন কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে এক যুবকের। এ ছাড়া চার জেলায় গত সোমবার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে শিশুসহ ছয়জন। প্রত্যক্ষদর্শী, থানা-পুলিশ, ফায়ার সার্ভিস ও হাসপাতাল সূত্রে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর—

নওগাঁর ধামইরহাট উপজেলা সদরে টিঅ্যান্ডটি নামক স্থানে নিহত সারজিনা খাতুন (৩৬) জেলার মহাদেবপুর উপজেলার চকগোবিন্দ গ্রামের মহিদুল ইসলামের (৪৬) স্ত্রী। দুপুরে মহিদুল সারজিনাকে নিয়ে মোটরসাইকেলযোগে ধামইরহাটের মঙ্গলবাড়ীতে আত্মীয় বাড়ি বেড়ানোর উদ্দেশ্যে রওনা দেন। পথে ধামইরহাট-নওগাঁ সড়কে একই দিকে যাওয়া একটি খালি ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১১-৭৪৯৬) সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলসহ সারজিনার কোমর থেকে পা পর্যন্ত ট্রাকের পেছনে চাকায় পিষ্ট হয়।

দাউদকান্দির শহিদনগর এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সকালে অজ্ঞাতপরিচয় গাড়ির চাপায় নিহত হন আব্দুর রহমান (৩৭)।সাতদিনের সেরা