kalerkantho

শনিবার । ১০ আশ্বিন ১৪২৮। ২৫ সেপ্টেম্বর ২০২১। ১৭ সফর ১৪৪৩

সংক্ষিপ্ত

বরগুনার আকাশে ‘বিশ্বের সবচেয়ে বড়’ ফানুস

বরগুনা প্রতিনিধি   

২৯ মার্চ, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেমুজিববর্ষ আর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নিতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে বরগুনার কিশোররা। বরগুনা জেলা প্রশাসন আয়োজিত দুই দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের অংশ হিসেবে গতকাল রবিবার বিশাল আকারের এক ফানুস উড়িয়েছে কিশোর সংগঠন বরগুনা সায়েন্স সোসাইটি। আয়োজকরা বলছেন, ৫০ ফুট উচ্চতার এই ফানুসটি বিশ্বের সবচেয়ে বড় ফানুস। বঙ্গবন্ধু-২০২১ (বিবি-২০২১) নামের এই ফানুস গতকাল রাত ১০টায় বরগুনার সার্কিট হাউস মাঠ থেকে আকাশে ওড়ানো হয়। এ সময় জেলা প্রশাসনের উদ্যোগে ফোটানো হয় রংবেরঙের অসংখ্য আতশবাজি। ব্যতিক্রমী এসব আয়োজনসহ ফানুস দেখতে ভিড় জমায় শত শত উত্সুক জনতা। বরগুনা সায়েন্স সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি আকিল আহমেদ জানান, গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী ২০০৯ সালে বিশ্বের সবচেয়ে বড় ফানুসটি উড়েছিল কলাম্বিয়ায়। ৩৮ ফুট উচ্চতার ওই ফানুসের রেকর্ড ভেঙে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে উত্তরণকে স্মরণীয় করে রাখতেই মূলত এই উদ্যোগ। স্বাধীনতার ৫০ বছর পূর্তির কথা মাথায় রেখে এই ফানুসের উচ্চতা নির্ধারণ করা হয় ৫০ ফুট। এ ছাড়া মুজিব শতবর্ষের সঙ্গে মিল রেখে ফানুসটির নাম রাখা হয় বঙ্গবন্ধু-২০২১।সাতদিনের সেরা