kalerkantho

শনিবার । ৯ শ্রাবণ ১৪২৮। ২৪ জুলাই ২০২১। ১৩ জিলহজ ১৪৪২

সংক্ষিপ্ত

মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ভারতীয় সেনাদের সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

২৯ মার্চ, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমুক্তিযুদ্ধে অংশ নেওয়া ভারতীয় সেনাদের সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করছেন। ঢাকা সেনানিবাসে সেনা সদর দপ্তরে গতকাল রবিবার সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে তাঁরা সাক্ষাৎ করেন। সেনাপ্রধান এ সময় মুক্তিযুদ্ধে ভারতীয় সামরিক বাহিনীর অবদানের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান। মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সামরিক বাহিনীর ৩০ জন এবং বর্তমানে চাকরিরত ছয় সদস্যের প্রতিনিধিদল ২৫ মার্চ রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসেন। প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল নারায়ণ শংকর নায়ার। সেনাপ্রধান জেনারেল আজিজ সাক্ষাৎকালে তাঁদের শুভেচ্ছা উপহার তুলে দেন। এর আগে গতকাল সকালে ওই প্রতিনিধিদল ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। প্রতিনিধিদলটি সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গেও সাক্ষাৎ করেন। সফরকালে তাঁরা মুক্তিযুদ্ধে টাঙ্গাইলের কালিহাতী এলাকায় ছত্রীসেনা অবতরণের স্থান, মুক্তিযুদ্ধ জাদুঘর ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। সফর শেষে আজ তাঁরা ভারতে ফিরে যাবেন। সংবাদ বিজ্ঞপ্তি।