kalerkantho

শুক্রবার । ৪ আষাঢ় ১৪২৮। ১৮ জুন ২০২১। ৬ জিলকদ ১৪৪২

সংক্ষিপ্ত

আরো ৩৫ জনের মৃত্যু, শনাক্ত ৩৯০৮

নিজস্ব প্রতিবেদক   

২৯ মার্চ, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেআরো ৩৫ জনের মৃত্যু, শনাক্ত ৩৯০৮

দেশে গত ২৪ ঘণ্টার হিসাবে করোনায় আক্রান্ত হয়ে আরো ৩৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন শনাক্ত হয়েছে তিন হাজার ৯০৮ জন। সুস্থ হয়েছে দুই হাজার ১৯ জন। ২৪ ঘণ্টায় সংক্রমণ হার বেড়ে হয়েছে ১৭.৬৫ শতাংশ। সব মিলিয়ে এ পর্যন্ত দেশে মোট শনাক্ত পাঁচ লাখ ৯৫ হাজার ৭১৪ জন। এর মধ্যে মারা গেছে আট হাজার ৯০৪ জন ও সুস্থ হয়েছে পাঁচ লাখ ৩৫ হাজার ৯৪১ জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। ওই তথ্য অনুসারে ২৪ ঘণ্টায় মৃত ৩৫ জনের মধ্যে ২১ জন পুরুষ ও ১৪ জন নারী। যাদের বয়স ৩১-৪০ বছরের তিনজন, ৪১-৫০ বছরের ছয়জন, ৫১-৬০ বছরের পাঁচজন ও ষাটোর্ধ্ব ২১ জন। যাদের মধ্যে ২৫ জন ঢাকা বিভাগের, পাঁচজন বরিশালের, দুজন করে চট্টগ্রাম ও রাজশাহীর ও একজন খুলনার রয়েছে। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের আরেক তথ্য অনুসারে গতকাল রবিবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত করোনার টিকা নেওয়ার জন্য নিবন্ধন করেছে ৬৬ লাখ ৯৩ হাজার ৫০৭ জন। এর মধ্যে গতকাল দুপুর পর্যন্ত মোট টিকা নিয়েছে ৫২ লাখ ৬৩ হাজার ২৪৮ জন। গতকাল এক দিনে টিকা নিয়েছে ৫৮ হাজার ৪২৪ জন।সাতদিনের সেরা