kalerkantho

শনিবার । ১০ আশ্বিন ১৪২৮। ২৫ সেপ্টেম্বর ২০২১। ১৭ সফর ১৪৪৩

নারী মুক্তিযোদ্ধা ও যুদ্ধশিশুকে সংবর্ধনা

তাড়াশ-রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি   

২৯ মার্চ, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনারী মুক্তিযোদ্ধা ও যুদ্ধশিশুকে সংবর্ধনা

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কালের কণ্ঠ শুভসংঘ সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা শাখার পক্ষ থেকে বীরমাতা নারী মুক্তিযোদ্ধা ও যুদ্ধশিশুকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল রবিবার তাড়াশ উপজেলা পরিষদ হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য (এমপি) অধ্যাপক ডা. আব্দুল আজিজ। এ সময় বীরমাতা অর্চনা রানী সিংহ, পচী বেওয়া (মরণোত্তর), পাতাসী বেওয়া (মরণোত্তর), যুদ্ধশিশু মেরীনা খাতুন ও তাঁদের পরিবারের হাতে একটি করে ক্রেস্ট, শাড়ি, এক বাক্স মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার তুলে দেওয়া হয়। এ সময় প্রধান অতিথি অধ্যাপক ডা. আব্দুল আজিজ এমপি প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘সংবর্ধিত বীরমাতা ও যুদ্ধশিশুর পরিবারকে সরকারিভাবে ঘর করে দেওয়া হবে।’সাতদিনের সেরা